PixelLab Mobile App দিয়ে কিভাবে PLP ফাইল ডিজাইন করতে হয়?



আজকে আমরা জানবো কিভাবে PixelLab Mobile অ্যাপ দিয়ে PLP ফাইল Edit করতে হয়? এটি খুবি সহজ কাজ। এই কাজটি করতে পারলে আপনারা যেকোন PLP FILE নিজের মত করে Design করে নিতে পারবেন হোক সেটা Posters, Banners, Rallies, Greeting Cards,ইত্যাদি।




PLP FILE কি ?

PLP FILE হলোঃ PixelLab অ্যাপ এর মাধ্যমে আমরা যেসব ডিজাইন করি সেটি একটি PLP FILE আকারে সংরক্ষিত থাকে যা পরবর্তীতে ব্যাবহার বা পুনরায় ডিজাইন করা যায়।


PLP FILE কীভাবে যুক্ত করবেন?

ধাপ-১: আপনি যদি কোন PLP FILE নিয়ে কাজ করতে বা ডিজাইন করতে চান তবে প্রথমেই Pixellab মোবাইল অ্যাপটি ডাউনলোড নিয়ে নিতে হবে।

বিদ্র: Pixellab অ্যাপ এর সব ভার্সনে PLP FILE সাপোর্ট করেনা তাই PLP সাপোর্ট করে এমন ভার্সন ডাওনলোড করতে হবে। 

ধাপ-২: Pixellab অ্যাপ ওপেন করে ডান কোনায় অনেকগুলো মেনু বা উইন্ডো আসবে,এখান থেকে ডান পাসের থ্রি ডট মেনুতে যান।

আর একটু নিচে গেলে Open PLP File নামে একটা অপশন পাবেন সেই অপশনে ক্লিক করুন।



ধাপ-৩:
ক্লিক করার পর একটি উইন্ডো খুলবে। উইন্ডোর উপরে আপনি তিনটি অপশন দেখতে পাবেন। এর থেকে ডানে (PLP) এ ক্লিক করার পর আপনাকে ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়া হবে।


ধাপ-৪:
ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনি যে ফোল্ডারে পিএলপি রেখেছেন সেখানে প্রবেশ করুন।


যদি ডিফল্টরূপে একটি ডাউনলোড ফোল্ডার থাকে, আপনি ডাউনলোড ফোল্ডারে সমস্ত PixelLab PLP ফাইল পাবেন।

অথবা উপরের তীর আইকনে ক্লিক করুন এবং ডাউনলোড ফোল্ডার বা PLP ফাইল রয়েছে এমন ফোল্ডার খুঁজে পেতে সমস্ত ফোল্ডার চেক করুন।

ধাপ-5: আপনি যখন PLP ফাইলটি খুঁজে পাবেন, তখন এটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে 2টি অপশন আসবে


1.Open Only
2.Open and Add।

প্রথমটিতে ক্লিক করলে ফাইলটি একবার খুলবে কিন্তু সংরক্ষণ হবে না আর আপনি যদি

২য় অপশন সিলেক্ট করেন তাহলে ফাইলটি ওপেন হয়ে সাথে সাথে সেভ হয়ে যাবে এবং আপনি পরে খুব সহজেই ব্যবহার করতে পারবেন।


 পিএলপি ফাইল কীভাবে ব্যবহার করবেন?

উপরের নিয়ম অনুযায়ী পিএলপি ফাইল যুক্ত করার পর সেটি আমাদের চাহিদা অনুযায়ী ডিজাইন বা পরিবর্তন করার জন্য নিচের দেখানো বাটনে ক্লিক করুন।


এখানে প্রতিটি লেখা এবং ছবি আলাদা আলাদা দেখতে পাবেন। যেটি পরবর্তন করতে চান সেটি আগে নিচের মত তালা চিহ্নিত বাটন চেপে আনলক করে নিতে হবে।

এডিট করার জন্য তার ডান পাসের পেন্সিলের মত বাটন চেপে লেখা পরিবর্তন করে নিতে পারবেন।

চোখের মত যে বাটন আছে সেটা দিয়ে কোন অংশকে ডিলিট না করেও হাইড বা অদৃশ্য করে রাখা যাবে এবং ডিলিট বাটনে ক্লিক করে ওই লেখাটা ডিলিট করা যাবে।


এখন ডিজাইনকৃত পোস্টার সংরক্ষন করার জন্য উপরে প্লাস( + ) আইকনের পাসে যে সেইভ বাটন আছে সেটা চাপলে ২/৩ টা অপশন পবেন।
১. Save change ( যতটুকু পরিবর্তন করা হয়েছে সেটাকে সংরক্ষন করার জন্য)
২. Save as project ( কোন ডিজাইন নতুন ভাবে পিএলপি আকারে সংরক্ষন করার জন্য)
৩. Save as Img ( কোন ডিজাইন ছবি আকারে সংরক্ষনের জন্য)


পূর্বে সংরক্ষনকৃত পিএলপি সেয়ার করার জন্য "My project " এ ক্লিক করুন।


যেটি সেয়ার করতে চান সেটির পাসে সেয়ার বাটনে ক্লিক করুন।


এখন আপনার ফোনের PixelLab ফোল্ডার থেকে উক্ত ফাইলটি খুজে বের করে সেয়ার করুন।

1 comment:

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

Powered by Blogger.