blogger template free download দেশের সেরা blog thams



হ্যালো friend আজকে আমি blogger সেরা কয়েকটি Theme নিয়ে আলোচনা করব।

আপনি যদি প্রথমে একটি blog দিয়ে Website তৈরি করার কথা চিন্তা করেন তাহলে, সর্বপ্রথম আপনাকে একটি blog থিমের বিষয়ে চিন্তা করতে হবে। 

আপনাকে অবশ্যই একটি beautiful, মানসম্পন্ন, ভালো thams বেছে নিতে হবে। একটি blog ওয়েবসাইটকে সুন্দর করার জন্য থিমের গুরুত্ব অপরিসীম। 

 একটি সুন্দর thams বেছে নেয়ার জন্য সব সময় দেখবেন যে থিমে ভালো ভাবে কোড করা রয়েছে বা রেন্সন্সিভ, ফাস্ট, হালকা, SEO Optimized থাকবে সেটা নির্নয় করবেন। আর এই রকমের থিমকে সব দিক থেকে সেরা বা ভালো বলা যেতে পারে। 

যখন আপনি ব্লগের জন্য Thams select করবেন তখন এসব গুলো রয়েছে কিনা সেটা দেখে Select করবেন।
Supermag


সুপারম্যাগ (SuperMag) একটি News magazine blogger template। এটি অত্যন্ত সুন্দর, এসইও ফ্রেন্ডলি এবং কাস্টমাইজযোগ্য Thams। থিমটির psge speed বেশ ভালো।

Blog সাইটের পাশাপাশি এই থিমটিকে আপনি Bangla News পেপার blog template হিসেবেও ব্যবহার করতে পারবেন।

thamsটি এসইও অপটিমাইজ হওয়ায় google সার্চ রেজাল্টের পারফর্মেন্স বেশ ভালো।

থিমটির বৈশিষ্ট্যঃ
1. এসইও ফ্রেন্ডলি এবং 100% রেসপন্সিভ
2. Google ads অপটিমাইজ, ডানপাশে সাইডবার, বক্সযুক্ত লেআউট, দুই কলাম এর ফুটার ইত্যাদি।
3. Blog ওয়েবসাইটের জন্য সেরা blogger thams হিসেবে SuperMag কে রাখা যায়।

Tutorial


Tutorial blogger template টি ক্লিন এবং স্টাইলিশ লুকিং blogger template। এই blogger template টি News পোর্টাল, টেকনোলজি, sports l, ট্রাভেল, রেসিপি, ফুড ব্লগ, জব পোর্টাল এর জন্য perfect। টেম্পলেট টির উল্লেখযোগ্য ফিচার এর মেগা মেনু।

Template টির ফিচার সমূহঃ
1. ১০০% রেসপন্সিভ ডিজাইন
2. ফাস্ট loading এসইও অপ্টিমাইজ Post থাম্বনেইল
3. Ads রেডি ও ৩ কলাম
4. অসাধারণ মেগা মেনু
5. Breadcrumb নেভিগেশন
6.এএমপি রেডি

TechSpot


TechSpot একটি রেসপন্সিভ magazine blogger template। এই থিমটি সম্পূর্ণ কাস্টমাইজযোগ্য এবং থিমটির প্রচুর বৈশিষ্ট্য রয়েছে৷ আপনি যদি একজন টেকপ্রেমী ব্লগার হন এবং একটি টেক magazine blog চালাতে চান তাহলে এই টেমপ্লেটটি আপনার জন্য নিখুত এবং সবচেয়ে সুস্পষ্ট পছন্দ হতে পারে।

থিমটির বৈশিষ্ট্যঃ
1. রেসপন্সিভ এবং mobile ফ্রেন্ডলি
2. বক্সযুক্ত লেআউট, Google AdSense ফ্রেন্ডলি
3. সম্পর্কিত Posts, ড্রপ ডাউন মেনু, post থাম্বনেইল
4. ডানপাশে সাইডবার, ব্রেডক্রাম্ব নেভিগেশন, ৩ কলামের ফুটার
5. সোশ্যাল শেয়ারিং ফিচার, ডার্ক মোড ইত্যাদি।
আপনি যদি technology বিষয়ক website খুলতে চান তবে এই থিমটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। তবে টেকনোলজি ছাড়াও Bangla News paper Blogger template হিসেবেও ব্যবহার করতে পারেন।

Publisher


Bangla News paper Blogger template Publisher অত্যন্ত এসইও অপটিমাইজ একটি Blogger থিম। দেখতে খুবই সিম্পল এবং যে কোন ডিভাইসের জন্য রেসপন্সিভ।

এই থিমটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরণের Website তৈরি করতে পারবেন।

যেমনঃ পার্সোনাল ব্লগ, ব্রেকিং নিউজ ওয়েবসাইট, দৈনিক ম্যাগাজিন, আইন বিষয়ক ওয়েবসাইট, gaming এবং ভ্রমণ ওয়েবসাইট সহ আরো বিভিন্ন ধরণের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

থিমটির বৈশিষ্ট্যঃ
1. Computer, ট্যাব এবং Mobile ফেন্ডলি (রেসপন্সিভ)
2. Google AdSense অপটিমাইজড, ডানপাশে সাইডবার
3. ড্রপডাউন মেনু, সোশ্যাল আইকন, ৩ কলামের লেআউট, রিলেটেড পোস্ট, পোস্ট থাম্বনেইল ইত্যাদি।

আপনি যদি blogger প্লাটফর্ম থেকে blogging বিষয়ক কোন কাজ করতে চান তবে এই থিমটি দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন।

SeoPro


SeoPro থিমটি খুবই সিম্পল এবং এসইও ফ্রেন্ডলি। এই থিমটি ব্যক্তিগত blog, News paper Blogger, ম্যাগাজিন ব্লগকে টার্গেট করে তৈরি করা হয়েছে।

থিমটির বৈশিষ্ট্যঃ 
1. এসইও ফ্রেন্ডলি এবং মোবাইল রেসপন্সিভ 
2. Google AdSense ফ্রেন্ডলি, ড্রপ ডাউন মেনু 
3. ব্রেডক্রাম্ব নেভিগেশন, নাইট মোড ইত্যাদি।
এগুলো ছাড়াও থিমটিতে আরো বেশ কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। আপনি যদি খুবই সিম্পলের মাধ্যমে একটি Blog ওয়েবসাইট তৈরি করতে চান, তবে সেরা blogger thams হিসেবে SeoPro থিমটিকে বেছে নিতেই পারেন।

Blog Mag


BlogMag হল একটি সিম্পল, আধুনিক এবং সম্পূর্ণ রেসপন্সিভ blogger template।

থিমটি টাইপোগ্রাফির উপর জোর দিয়ে সব ধরণের magazine, ব্যক্তিগত ব্লগ, জার্নাল সম্পর্কিত প্রকল্পের জন্য উপযুক্ত হিসেবে তৈরি করা হয়েছে। 

BlogMag থিমটি মোবাইল এবং ডেস্কটপ উভয় প্ল্যাটফর্মের জন্য অত্যন্ত ভালোভাবে অপ্টিমাইজ করা হয়েছে। লেআউট গুলো খুবই সুন্দর এবং শতভাগ এসইও ফ্রেন্ডলি।

থিমটির বৈশিষ্ট্যঃ 
1. সম্পূর্ণরূপে এসইও ফ্রেন্ডলি ডিজাইন। 
2. অটোমেটিক resize thumbnail ইমেজ। 
3. মোবাইল অপটিমাইজ। 
4. Google AdSense অপটিমাইজ। 
5. কমেন্ট সিস্টেম দুটি (ব্লগার ও ফেসবুক) 
6. লেখকের ছবি প্রদর্শন।


No comments

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

Powered by Blogger.