মন মাতানো কবিতা (শ্রাবণ দিনে)


শ্রাবণ দিনে
ফেরদৌসী খানম রীনা
শ্রাবণ দিনে
শ্রাবণ দিনে নীল আকাশে
ভাসছে মেঘের দল,
পুকুর ডোবায় উপছে
পড়ছে বৃষ্টির জল।

পাখিরা সব চুপটি করে

বসে থাকে গাছের ডালে,
জেলের সব মাছ ধরায়
ব্যস্ত নিজের জালে।

সূর্য মামা দেয় না আলো

হারালো আজ কোথায়!!
হংস-মিথুন খেলা করে
বিল-ঝিল আর ডোবায়।

শাপলা -শালুক ফুটেছে

ঝিলের জলে
মাঝি মনের সুখে গান গেয়ে
নৌকা বেয়ে চলে।

পল্লী  বধূরা নকশি কাঁথায়

  নানান চিত্র আঁকে,
সুঁইয়ের ফোঁড়ে মন মাধুরির

সৌন্দর্য ধরে রাখে।.


1 comment:

  1. কবিতাটি সত্যি অসাধারণ

    ReplyDelete

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

Powered by Blogger.