Create complete free professional blog website, Part 12 গুগল বিজ্ঞাপন অ্যাড



আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভাল আছেন ভাল থাকবেন না কেন BDTechall.Com blog সাইট এর সাথে থাকলে সবাই ভাল থাকে এটা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন কারণ আমরা যে Post গুলো আপনাদের সামনে হাজির করি সকল post আপনাদের অনেক ভালো লাগে আপনাদের ভালোবাসায় আমরা blogger Site তৈরি করার নিয়ম এক এক করে শিখাব BDTechAll Site এর সাথে থাকলে সবাই ভাল থাকে এটা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন  আপনারা সবাই বুঝতে পারছেন তার জন্য অনেক অনেক Thanks ।
এই পর্বে যা থাকছে
ইচ্ছে মত  Main Menu তে ক্যাটাগরি তৈরি করা
Main Menu তে সাব ক্যাটাগরি তৈরি করা
প্রিমিয়াম ডোমেইন দিয়ে অ্যাডসেন্স এড করার নিয়ম
আগের পোস্টগুলো যারা দেখেন নাই দেখে নিন
দ্বাদশ পোস্ট এর বিস্তারিত
প্রতিদিনের মতো আজকের পর্বে আমি বলব আপনারা আপনারা আপনাদের blog সাইটে চলে যান এতদিনে নিশ্চয়ই শিখে গেছেন সবকিছু এখন নতুন করে বলার কিছু নেই আজকে আমি শুধু শেখাবো না কিছু কথা বলব গুগল এডসেন্স এর ব্যাপারে কারণ এই কথাগুলি আপনার জানা অনেক প্রয়োজন।


  1. আপনার ওয়েবসাইটে কম হলেও 20-25 হাজার visit হলে Google adsense এর জন্য request করবেন 
  2.  যখন আপনার websiteটে 20 থেকে 25 হাজার visit আসবে তখন adsense এর জন্য আবেদন করলে adsense পেয়ে যাবেন 
  3. adsense পেতে হলে Copy মুক্ত 20 থেকে 30 টি Post আপনার ওয়েবসাইটে publish করতে হবে।
  4. যদি আপনার website এ বিভিন্ন ধরনের Ads বসানো থাকে সেই Ads গুলো অবশ্যই Remove করতে হবে না হলে Adsense এপ্রুভ করবেন না।
  5. অনেকেই বলে অর্গানাইজ  traffic লাগে কিন্তু এটা মোটেও সঠিক কথা নয় কারণ আমি নিজেও অ্যাপ্রুভ পেয়েছি যখন আমার ওয়েবসাইটে visit হয়েছিল 25 hazar
  6.  যদি ভেবে থাকেন fak visit দিয়ে Adsense পাবেন তাহলে ভুল ভাবছেন Adsense পাওয়া যায় না
  7. আপনি বিভিন্ন ওয়েবসাইটে আপনার website link শেয়ার করে visit আনতে পারেন এতে আপনার visit বাড়বে এতে ও পাবেন খুব সহজে
  8. তবে Facebook a বেশি link শেয়ার করবেন না এতে Facebook আপনার website link block করে দেবে এরপর থেকে আর ফেসবুকে link শেয়ার করতে পারবেন না, তবে other website থেকে shot link করে শেয়ার করতে পারেন।
  9. অবশ্যই ওয়েবসাইটটি ভালো করে সাজাতে হবে এতে কম visit Adsense পেয়ে যাবেন ।
  10. আর অবশ্যই site এর মধ্যে প্রাইভেসি পলিসি  about থাকতেই হবে না হলে adsense কখনোই দেবেন না।
Adsense এড করার নিয়ম ::-

আমি যে নিয়ম দেখিয়ে দিচ্ছি সেম টু সেম কাজ করবেন অবশ্যই Adsense এর জন্য আবেদন করতে পারবেন

আপনি আপনার Blog সাইটে চলে যান তারপর দেখুন Earning নামে যে অপশন আছে দেখতে পারছেন Click করুন এই অপশনের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন এতে আপনার ওয়েবসাইটে Auto আসবে এটা শুধুমাত্র blogger domain যদি থাকে তাহলে তবে আপনি চাইলে ডট Com ডোমেইন দিয়ে ও এখান থেকে আবেদন করতে পারেন

sing up for adsense নামে যে অপশন দেখতে পারছেন Click করুন
এখন আপনাকে একটি জিমেইল দিয়ে আবেদন করতে হবে যেকোনো একটি জিমেইল দিয়ে কানেক্ট করুন নিশ্চয় জানেন যে জিমেইল এর মধ্যে এডসেন্স এড করা আছে সেটি দিয়ে কানেক্ট করতে হবে।
তারপর এখানে আপনার Blog সাইটটি চলে আসবে যদি না আসে তাহলে আপনার সাইটের URL এখানে বসিয়ে দেবেন
একটু নিচের দিকে যান দেখুন এখানে রয়েছে Get more out of adsense
Yes,Send me customized help and performance suggestions যে অপশন রয়েছে ক্লিক করুন
এখন আরো একটু নিচে যান দেখুন রয়েছে Country  orterritory একান থেকে বাংলাদেশে খুঁজে বের করুন অন্য দেশে হলে  আপনার নিজের দেশ দেবেন
এখন একদম নিচে চলে যান এখানে খালি জায়গা রয়েছে দেখতে পারছেন মার্ক করে দিন তারপর CREATE ACCOUNT রয়েছে ক্লিক করে দিন কাজ শেষ এখন বেরিয়ে আসুন
এডসেন্স এর জন্য আবেদন হয়ে গেলে ঠিক এরকম এরকম হয়ে যাবে আপনার ওয়েবসাইটে ভিজিট করলে দেখবেন কিছু ফাঁকা জায়গা থাকবে এই জায়গা গুলিতে এক সময় এড শো করবে অবশ্য অ্যাপ্রুভ পেতে একটু সময় লাগবে ভালো করে কাজ করুন

এই সিস্টেম অনুযায়ী আপনি আবেদন করবেন adsense এর জন্য আর অবশ্যই এই সিস্টেম অনুযায়ী আবেদন করতে পারবেন সেই adsense এর মধ্যে যে adsense YouTube এর সাথে কানেক্ট নেই।

আপনারা অনেকেই বলতে পারেন না আমি যে Adsense দিয়ে YouTube এ কাজ করি সেই adsense দিয়েই blog site থেকে income করবো কিভাবে সেটি করব তার জন্য আপনার একটি প্রিমিয়াম ডট Com, Net, info, org, any premium Domin অথবা অন্য প্রিমিয়াম ডোমেইন লাগবে তাহলে হবে না

আপনার ওয়েবসাইটে ডট Com রয়েছে তাহলে কিভাবে করবেন চলুন সেটি আমি দেখিয়ে দিই
তার জন্য আপনাকে সার্চ করে Adsense visit করতে হবে তারপর Adsense এ login করুন Login করার পর
 Sites এর মধ্যে ক্লিক করুন
এখন দেখুন আমার একটি Site Google Adsense এপ্রুভ করে দিয়েছ এখন new site Add করব তার জন্য Add site এ ক্লিক করুন

তারপর আপনার ওয়েব সাইটের URL দিয়ে add করে দিন আপনার Website Add করার পর যে Code পাবেন সেটি Copy করে আপনার website এর হেডারে বসিয়ে দেবেন কিছুদিনের মধ্যে Ads Shaw হওয়া শুরু করবে
তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্ত যদি আপনাদের এই পোস্ট সম্পর্কিত কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি যথাসাধ্য সমস্যার সমাধান করার চেষ্টা করব আমাদের টেলিগ্রাম বুট এ যাওয়ার জন্য অনুরোধ করা হলো Join Telegram group

No comments

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

Powered by Blogger.