Create complete free professional blog website, Part 8
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই..? আশা করি সবাই ভালো আছেন।।
BDTechall.Com এর সাথে থাকলে সবাই ভালো থাকে এটা আমরা সবাই জানি তারপরেও আমি একটু করে আপনাদের বলছি আপনি আমাদের সাইট থেকে যা শিখবেন এই পোস্ট গুলা আপনার শতভাগ কাজে লাগবে কারণ আমি কোন অপ্রয়োজনীয় পোস্ট করি না যে পোস্টগুলো আপনারা পড়ে উপকৃত হতে পারেন সেগুলোই আমি পোস্ট করি আর যেহেতু আমি ধারাবাহিক পোস্ট করে যাচ্ছি ব্লগ সাইট তৈরি করার নিয়ম নিয়ে তাহলে তো আর কথাই নেই তাহলে চলুন আজকের কাজ করি।
আগের পর্বগুলি যায় শিখেছিলাম:-
ব্লগ সাইট তৈরি করার নিয়ম
ব্লগ সাইট এর থিম আপলোড
ব্লগ সাইট এর প্রফেশনাল টিমস এর কালার পরিবর্তন
ব্লগ সাইট এর লোগো পরিবর্তন
নিউ পেজ তৈরি
নিউ পোস্ট করার নিয়ম
পোষ্টকে ডিজাইন করার নিয়ম
মেনু এর কাজ
মেনু এর মধ্যে এবাউট পায়টম অ্যাড করার নিয়ম
যারা আগের পর্ব গুলো দেখেন নাই অবশ্যই দেখে নিতে হবে কারণ প্রথম পর্ব থেকে শুরু না করলে কিছুই বুঝিতে পারিবেন না
আপনি হয়তো খুঁজছিলেন এরকম একটি পোস্ট কিভাবে আপনি ফ্রিতে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায় আজ থেকে আমি ধারাবাহিকভাবে একের পর এক পোস্ট করে যাব সর্বশেষ পোস্ট পর্যন্ত যদি আপনি আমাদের সাথে থাকেন তাহলে অবশ্যই আপনি একটি ভালো মানের ওয়েব সাইট বানাতে ও শিখতে পারবেন।
এই পর্ব থেকে যা শিখবেন
আপনার ব্লগ সাইট কে ফলো করার সিস্টেম
ফটোগ্রাফি ইডিয়েট করার সিস্টেম
ক্যাটাগরি অ্যাড করার সিস্টেম
টেক অ্যাড করার সিস্টেম
তাও সম্পূর্ণ বিস্তারিতভাবে
এই পর্বের বিস্তারিত আলোচনা
প্রতি পর্বে আমি সেভাবে বলে এসেছি এই পর্বেও বলব আপনাদের কে আপনি আপনার ব্লগ সাইটে চলে যান এবং লে-আউট এ যান এখন দেখুন মোবাইল এর বাম পাশে একটি অপশন রয়েছে Follow By Email এই অপশন নিশ্চয়ই দেখতে পেরেছেন আমরা প্রথমে এই কাজটাই করব নিশ্চয়ই ভাবছেন কি এবং এর কাজ কি এর কাজ হল কেউ যদি তার ইমেইল দিয়ে আপনার এই ওয়েবসাইটটি ফলো করে তাহলে আপনি যে পোস্ট করবেন আপনার ওয়েবসাইটে সাথে সাথে তাহার কাছে ইমেইল চলে যাবে চাইলে সে সেখান থেকেও পড়তে পারবে আপনার একটি ভিউ বাড়বেতাহলে ক্লিক করুন
follow by email এ ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আরেকটি নতুন পেইজে এখানে ক্লিক করে দিন সাথে সাথে বেরিয়ে আসবে
আজকের পর্বের প্রথম কাজ শেষ দ্বিতীয় কাজ করব আমরা photograph এর কাজ চাইলে এটি আপনি রাখতে পারেন ডিলিট করে দিতে পারেন এর কাজ হল যে কোন ফটো আপলোড করলে এখানে দিতে পারবেন এটা আমাদের প্রয়োজন নেই তাই ডিলিট করে দেবো
এখন আপনাকে নতুন পেইজে নিয়ে এসেছে দেখুন এখানে রিমুভ নামে অপশন রয়েছে ক্লিক করুন এবার অটোমেটিক্যালি বেরিয়ে আসবে
এখন categorise এর কাজ করব তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে পোস্ট করেছিলেন সেবনের ক্যাটাগরি দেখাবে আপনার ওয়েবসাইটের মধ্যে সিলেক্ট করতে আপনার ওয়েবসাইটে ক্লিক করেন মধ্যে
এখন আপনাকে ক্যাটাগরি এর ধরন সিলেক্ট করতে হবে তাই আপনাকে আমার দেওয়া স্ক্রিনশট ফলো করতে হবে সেম টু সেম করে দেবেন অথবা আপনি অন্য স্টাইল রাখতে চাইলেও রাখতে পারেন সমস্যা নেই তবে আমি যে স্টাইল দেখিয়েছি আপনাদের কি এটার রাখলে অনেক সুন্দর দেখাবে
আমাদের কাজ শেষের পথে আমরা আজকের পর্বের শেষ দিকে চলে এসেছি এখন আমরা কাজ করব Tags এর কাজ টেক নিশ্চয়ই বোঝেন চাইলে আপনি আপনার ওয়েবসাইটে এটি রাখতে পারেন না চাইলে নাও রাখতে পারেন আমি এটি রেখে দিলাম
এখন আপনি আপনার ওয়েবসাইটের ট্রাক গুলির এর ডিজাইন কি রকম রাখবেন সেটি সিলেক্ট করতে হবে আপনি ইচ্ছামত রাখতে পারেন তবে আমি যে নিয়ম দিয়ে দিয়েছি সেটি ফলো করলে ভালো হবে এবং দেখতেও সুন্দর লাগবে তাই আমার মতন রেখে দেন
আজকের কাজ এখানেই সমাপ্ত হল যারা যারা আমার নিয়ম অনুসরণ করে কাজ করেছেন এবং আপনার ওয়েবসাইটের ডিজাইন করেছেন নিশ্চয়ই আপনার ওয়েবসাইটটি দেখতে অনেক সুন্দর হয়েছে ঠিক আমার ওয়েবসাইট এর মতন আশা করব এই ওয়েবসাইটে আপনি সুন্দর সুন্দর পোস্ট করবেন এবং আপনার পোস্ট যদি আপনার বন্ধুদের কাছে ভালো লাগে তারা ভিজিট করে অবশ্যই আপনি আপনার ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন গুগল এডসেন্স দ্বারা আল্লাহর রহমতে আমাদের ওয়েবসাইটে কাজ সম্পন্ন হতে চলেছে আর মাত্র দুটি পোস্ট রয়েছে এই দুটি পোষ্টের মধ্যে আমি দেখিয়ে দেব আপনাদেরকে কিভাবে আপনি গুগল এডসেন্স আপনার ওয়েবসাইটে এড করতে পারেন
আমাদের এই পোস্ট যদি আপনাদের কাছে ভাল লাগে অথবা আপনি আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করে অথবা লিংক কপি করে আপনি আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করতে পারেন কারণ এরকম পোস্ট আপনি পাবেন না কোথাও সম্পূর্ণ ব্লগ সাইট নিয়ে আশা করব এই পোস্ট থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন
এই ব্লগ সাইট নিয়ে যদি আপনাদের কোন সমস্যা হয় অথবা কোন প্রবলেমে পড়েন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট করতে হলে একাউন্ট করতে হবে না শুধুমাত্র আপনি আপনার ব্রাউজারে আপনার জিমেইল এড করে রাখুন তাহলেই কমেন্ট করতে পারবেন সমস্যা হবে না তাহলে বন্ধুরা সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ।
No comments
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ