Create complete free professional blog website, Part 7

আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভাল আছেন ভাল থাকবেন না কেন BanglaCm ব্লগ সাইট এর সাথে থাকলে সবাই ভাল থাকে এটা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন কারণ আমরা যে পোস্ট গুলো আপনাদের সামনে হাজির করি সকল পোষ্ট আপনাদের অনেক ভালো লাগে আপনাদের ভালোবাসায় আমরা ব্লগার সাইট তৈরি করার নিয়ম এক এক করে শিক্ষা ব্লগ সাইট এর সাথে থাকলে সবাই ভাল থাকে এটা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন কারণ আমরা যে পোস্ট গুলো আপনাদের সামনে হাজির করি সকল পোষ্ট আপনাদের অনেক ভালো লাগে আপনাদের ভালোবাসায় আমরা ব্লগার সাইট তৈরি করার নিয়ম এক এক করে শেখানোর চেষ্টা করছি আপনারা সবাই বুঝতে পারছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ।

এই পর্বে যা থাকছে
নিজের ভিজিট করা ভিউ বন্ধ করা
অন্যের ভিউ কাউন্ট
নিজের ভিউ বন্ধ করার নিয়ম
আগের পোস্টগুলো যারা দেখেন নাই দেখে নিন
সপ্তম পোস্ট এর বিস্তারিত
প্রথমে আপনি আপনার ব্লগ সাইট এ লগইন করুন তারপর Overview এ ক্লিক করে manage..
 তারপর Don't tra my viewsfor this blog. এর পাশে দেখুন মার্ক চিহ্ন দেওয়ার জন্য অপশন রয়েছে ক্লিক করে মার্ক করে দিন
মার্ক করার পর ঠিক এরকম হয়ে যাবে
আসলে আমরা এটা করলাম কেন আমাদের নিজেদের ভিউ কাউন্ট হলে কি হতো অবশ্যই আপনার প্রশ্ন জাগতে পারে এটা করার পেছনে অনেক কারণ রয়েছে আমরা যখন গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করবো তখন আমাদের কম হলেও 500 বিউ লাগবে কিন্তু আমাদের নিজেদের ভিউ যদি হয়ে যায় প্রতিদিন 500 আমরা কিভাবে বুঝব অন্যের ভিউ 500 হয়েছে কিনা তার জন্য এটা জরুরি বন্ধ করে দেওয়া।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নেক্সট পস্ট পাটের জন্য একটু অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে

3 comments:

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

Powered by Blogger.