নোটবুক এর কিছু গোপন রহস্য জানলে আপনিও অবাক হবেন সবাই দেখবেন।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভাল আছেন প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের সামনে দারুণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি হয়তো আপনি জানেন কিন্তু এই নিয়ম আপনার জানা নেই যার মাধ্যমে আপনি আপনার বউকে অনেক চিফ রাখিতে পারিবেন ।
বন্ধুরা আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব অবশ্যই আপনারা পুরো পরিবার
এই নোটবুক এর সুবিধা
ইমেজ এড করা
Pdf ফাইল তৈরি করা
পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করা
পাসওয়ার্ড থাকাকালীন কেউ পোস্ট ডিলিট করতে পারবেন না
তাছাড়া পোল্ডার সিস্টেম রয়েছে
ডিলেট করা পোস্ট ডাস্টবিনে থাকে চাইলে ফিরিয়ে আনতে পারবেন
এছাড়া আরো অনেক সুবিধা রয়েছে সেটা আপনারাই দেখতে পারবেন
এই অ্যাপস ডাউনলোড করার পর ওপেন করুন তারপর আপনার নোটবুক এ চলে যান চাইলে একটি পোস্ট নোটবুক এর মধ্যে তৈরি করতে পারেন করার পর কিভাবে আপনার তৈরি পাইল লক করবেন সেটি আমি আপনাদেরকে দেখাব।
নিচের স্ক্রীনশট গুলা দেখুন
নিচের স্ক্রিনশট দেখুন এখানে থ্রি ডট অপশন রয়েছে ক্লিক করুনতারপর নতুন একটি ইন্টারপ্রাইজ চলে আসছে দেখুন একদম উপরে সেটিং এর মতন চিহ্ন রয়েছে ক্লিক করুন
সেটিং এর মতন চিহ্নতে ক্লিক করার পর দেখুন এবার Lock notes নামে একটি অপশন রয়েছে ক্লিক করুন
এবার আপনাকে নিয়ে যাবে লক করার অপশন আমার মোবাইলে ফিঙ্গার সিস্টেম তাই ফিঙ্গারপ্রিন্ট এসেছে আপনার মোবাইলে আসবে পাসওয়ার্ড ক্লিক করুন যে অপশন দেখিয়েছি এটিকে অন করে দিন
এখন আপনাকে ফিঙ্গার অথবা পাসওয়ার্ড দিতে হবে সর্বনিম্ন চারটি এর ওপরে যা ইচ্ছা পাসওয়ার্ড দিয়ে ওকে করুন
এখন দেখুন এটি অন হয়ে গিয়েছে
এখন দেখাব আপনারা যে পোস্ট কে লক করে রেখেছেন কেউ যদি এটিকে কেটে দিতে চায় হিংসে করে তাহলে পারবে না প্রথমেই সিঙ্গার অথবা লক খুলতে হবে তারপর কাটতে হবে অর্থাৎ ডিলেট করতে হবে
লক করা পোস্ট কাটতে হলে ডিলেট বাটনে ক্লিক করে পিন কোড দিয়ে Done বাটন ক্লিক করুন কেটে যাবে
আচ্ছা আপনারা ভাবছেন এতক্ষণ লক করা শিখলাম লক করা পোস্ট কাটা শিখলাম কিন্তু লক করব কিভাবে সেটাই ভাবছেন খুব সহজ তাই সবার শেষে দেখালাম আপনি যে পোস্ট লক করতে চান সেই পোস্ট ওপেন করুন তারপর থ্রিডি ক্লিক করুন এবার দেখুন লক নামে একটি অপশন রয়েছে ক্লিক করার সাথে সাথে লক হয়ে যাবে
তাহলে বন্ধুরা আজকের মতো এতোটুকুই এরকম সুন্দর সুন্দর পোস্ট পেতে প্রতিদিন আমাদের সাইট ভিজিট করুন আপনি আপনার প্রয়োজনীয় সকল বিষয় আমাদের কাছ থেকে শিখতে পারবেন অথবা অন্য কোন বিষয়ে জানতে চাইলে কমেন্ট করে আমাদেরকে বলতে পারেন আমরা চেষ্টা করিব সে বিষয়ে আপনাদের কে কিছু সীরাতে
Hi nice readinng your post
ReplyDelete