Create complete Free professional blog website ( Part 4)

image
আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভাল আছেন গত পর্ব গুলোতে আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে একটি প্রফেশনাল ব্লগ সাইট তৈরি করতে হয় এবং কিভাবে একটি ব্লগ এর লোগো পরিবর্তন করতে হয় এবং ব্লগ এর কালার্স কিভাবে পরিবর্তন করবেন আজকে আমি আরো আলোচনা করব ব্লগ সাইট কে কিভাবে আরো মোটিভেশন করবেন এভাবে ধারাবাহিকভাবে আমি আলোচনা করতে থাকবো এতে আপনারা সকল বিষয়ে আস্তে আস্তে জানতে পারবেন।



আগের পর্ব যারা  দেখেন নাই দেখে নিন


চলোন আমরা এখন আমাদের আসল কাজে চলে যাই
প্রথমে আপনি আপনার bloggers.Com চলে যান তারপর লেআউট বাটনে ক্লিক করুন কারণ আজকে আমরা লে-আউট ভাটম এর কিছু গুরুত্বপূর্ণ কাজ করব।

চতুর্থ পর্ব 

  • মেনু এর কাজ
  • পেজ তৈরি এর কাজ
  • about  তৈরি এর কাজ
  • Contract Us তৈরি এর কাজ
আজকে আমরা এই সকল কাজ করবো নিচের বিস্তারিত পোস্ট করবেন মনোযোগ সহকারে
Layout বাটনে ক্লিক করুন তারপর আপনি দেখতে পাবেন একটা ইন্টারফেস চলে এসেছে এখানে দেখুন সবার উপরে মেনু নামে একটি অপশন আছে প্লিজ এটাতে ক্লিক করুন কারণ আজকে আমরা এই বাটন এর কাজ করব
image Manu বাটন এ ক্লিক করার পর নিচের স্ক্রীনশটএর মত একটা ইন্টারফেস চলে আসবে আমরা শুধু এখানে এগুলা Edit করে আমাদের আসল কাজটা করে নেব image এডিট বাটনে ক্লিক করুন এখানে ক্লিক করার পর বেরিয়ে আসুন কারণ আমাদের একটি লিংক কপি করে আনতে হবে আমরা এখন about নামে যে অপশন দেখতে পাচ্ছেন এটা তৈরি করব এবং লিংক কপি করে আনব image
Pages  নামে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন তাহলে একটি ইন্টারফেস চলে আসবে created New page  লেখা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করুন তারপর এখানে একটি সাদা pages আসবে এখানে আপনার ইচ্ছামত যা ইচ্ছা তা লিখিতে পারবেন এভাবে মার্ক করে আপনি যে কোন লেখাকে বোল্ড বাটনে ক্লিক করে বড় করতে পারেন
image
তারপর আমরা আরো কিছু লিখব সেটা কোন ক্যাপশন দেব না ছোট আকারে লেখ চাইলে ইমেজ এড করতে পারেন তারপর আপনি ইমেজ টা একটু ফলো করবেন ইমেজ এর মতন সবগুলো অপশন করে দেবেন
image এই পোষ্ট পাবলিশ করা হয়ে গেলে নিচের স্ক্রিনশট টা দেখুন এখানে ইডিয়েট ডিলেট ও ভিউ করতে পারবেন আপনি ভিউ বাটনে ক্লিক করুন</ image তারপর নতুন একটা পেইজ এ নিয়ে আপনাকে নিয়ে যাবে অপরের যা লিংক আছে সব গুলা কপি করুনimage তারপর আপনি চলে যান সেই আগের মেনুতে এবং ইডিয়েট বাটনে ক্লিক করুন তারপর যা করবেন সেটা তো আর বলার প্রয়োজন নেই তারপরে বলে দিচ্ছি যে লিংক কপি করে এনেছিলেন এখানে সেটা ডালেন একানে সেটা আগে থেকে  ছিল সেটা কেটে দিয়ে নিউ লিংক দালেন এবং সেভ করে দেনimage এখন আমরা কাজ করব Contact Us এর কাজ করব আমরা ঠিক about  এর মতন  গানের চলে আসুন এবং একটি নতুন পেজ তৈরি করুনimage এখন আমরা এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দেব নিচের পেজটি দেখুন এবং এভাবে আপনিও করে নিনimage তারপর আর কি করবেন আগের মতন এটা কে পাবলিশ করে দেব নিশ্চয়ই ইমেজ ফলো করতে হবেimage  তারপর পাবলিশ করা হয়ে গেলে এই পেজটাকে ভিউ করবেন এবং লিংক কপি করবেন তারপর মেনুতে চলে যান কপি করা লিংকটা এখানে বসিয়ে সেভ করে দেন কাজ শেষimage তারপর আমাদের যে কাজ করতে হবে এটা কি সেভ করতে হবে তাহলে কাজ শেষimage আজকের মতন এতটুকুই আপনাদেরকে শেখালাম এর পরে আমি আরো কিছু কাজ নিয়ে হাজির হব এতে আপনাদের সাইট আরো উন্নত হবে জানি আমি প্রতিদিন অল্প অল্প করে পোষ্ট করি কিচ্ছু করার নেই কারন আমি প্রতিদিন পোস্ট করব একসাথে পোস্ট করলে আপনারা কিছুই বুঝবেন না তাই আমি আস্তে আস্তে সকল পোষ্ট আপনাদের উপহার দেব

আজকের মত বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন এবং নিজের একটি ওয়েবসাইট এর মালিক হয়ে যায় এই পোস্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন

No comments

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

Powered by Blogger.